কলকাতা : আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই। ফলে জামিন পেয়ে গিয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। প্রতিবাদ জানাতে সিজিও কমপ্লেক্স অভিযান করে এসইউসিআই।
তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ থাকা সত্ত্বেও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন পেয়ে গেলেন কী করে, সেই প্রশ্ন তুলে প্রতিবাদে সামিল হয় বাম ও এসইউসি সমর্থকরা। বিক্ষোভ দেখাতে থাকে তারা। স্লোগান একটাই, ‘তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না।’ বারবার ওই স্লোগান ওঠে।” কলেজ স্ট্রিটে বিক্ষোভ হয় বাম ছাত্রসংগঠন এসএফআই-এর। এসইউসিআইও সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখায়।
প্রসঙ্গত, চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল ধৃত ওই দু’জনের বিরুদ্ধে। নিজাম প্যালেসে বিক্ষোভ কর্মসূচি চলে কংগ্রেসেরও। প্রতিবাদে পথে নামে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সও। রানি রাসমণি অ্যাভিনিউতে জমায়েতের ডাক দেয় অভয়া মঞ্চের সদস্যরা।