পূর্ব মেদিনীপুর : দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে প্রশাসনিক একাধিক আধিকারিক ছাড়াও ছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।
বুধবার বেলা দেড়টা নাগাদ মন্দির চত্বরে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, জেলাশাসক, বিধায়ক। গোটা মন্দির চত্বর খুঁটিয়ে দেখেন তিনি। কীভাবে বিগ্রহ তৈরি হবে, কীভাবে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়া হবে, তা নিয়ে কথা বলেন আধিকারিকের সঙ্গে। কীভাবে কাজ এগোচ্ছে, সেই সংক্রান্ত তথ্য জানতে চান মমতা। বিকেলে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। সম্ভবত সেখানে থাকবেন রাধারমণ দাস।
প্রসঙ্গত, নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে প্রায় ২২ একর জায়গা জুড়ে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ্য সরকার।