কলকাতা : রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় রয়েছে কুয়াশার পূর্বাভাস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কুয়াশার সম্ভাবনা রয়েছে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার কালিম্পং, দুই দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে রয়েছে কুয়াশার সম্ভাবনাও। আর দার্জিলিঙে মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে তুষারপাতও হতে পারে।