বীরভূম : ফুটবল অনুশীলনে গিয়ে এক বালকের মৃত্যুর ঘটনায় শোকের পরিবেশ তৈরি হয়েছে সাঁইথিয়ায়। শুক্রবার সন্ধ্যায় মাঠে দৌড়ানোর সময় মাঠে পড়ে যায় সে। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া পুরসভা এলাকায়।
মৃত কিশোরের নাম আদিত্য চক্রবর্তী। বয়স ১১ বছর। বাড়ি সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লি এলাকায়। প্রায় বছর চার ধরে স্থানীয় কামদা কিঙ্কর স্টেডিয়ামে ফুটবল অনুশীলন করত আদিত্য। শুক্রবারেও মামা রবীন সিংয়ের সঙ্গে অনুশীলনে যায় সে। অন্যান্য দিনের মতো মাঠে দৌড় শুরু করে সে। একটু দৌড়ানোর পর, আচমকা মাঝমাঠে দাঁড়িয়ে যায় আদিত্য। তার পরই মাটিতে লুঠিয়ে পড়ে সে।
আদিত্য সিউড়ির একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল। মা কমলা চক্রবর্তী রেলে হাসপাতালের নার্সিং স্টাফ। অণ্ডালে কর্মরত তিনি। বড় ছেলের মৃত্যুর ঘটনায় বার বার মুর্ছা যাচ্ছেন কমলাদেবী। ঘটনায় শোকের ছায়া পরিবারে।