কলকাতা : হুমকি সংস্কৃতির অভিযোগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ৭ জন ছাত্রকে সাসপেন্ড করেছিল কর্তৃপক্ষ। মঙ্গলবার কর্তৃপক্ষর সেই নির্দেশ উড়িয়ে অভিযুক্ত ৭ ছাত্রকে ক্লাস করার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
হাইকোর্ট জানিয়েছে, ওই ৭ ছাত্র কলেজে ক্লাস করতে পারবেন এবং পরীক্ষায় বসতে পারবেন। এছাড়া অকারণে কলেজ ক্যাম্পাসে তাঁরা থাকতে পারবেন না। সাসপেন্ড হওয়া ৭ ছাত্রর হয়ে এদিন আদালতে মামলাটি লড়েন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
গত ১১ সেপ্টেম্বর বর্ধমান মেডিক্যাল কলেজের সাত ডাক্তারি ছাত্রছাত্রীকে সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ। তাঁদের ক্লাস এবং হস্টেলে ঢোকা নিষিদ্ধ করা হয়। ওই মামলায় গত ৮ নভেম্বর কলকাতা বিচারপতি জয় সেনগুপ্ত সাসপেন্ড হওয়া পড়ুয়াদের ক্লাস করার নির্দেশ দিয়েছিলেন। সেদিনও সাসপেন্ড হওয়া পড়ুয়াদের হয়ে মামলাটি লড়েছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন আদালতে কল্যাণবাবু বলেন, “পড়ুয়াদের সাসপেন্ড করার ক্ষমতা কলেজ কাউন্সিলের নেই। এটা করতে পারে অ্যাকাডেমিক কাউন্সিল।” এখানেই না থেমে আদালতে তিনি এও অভিযোগ করেন, “আন্দোলনকারীদের থ্রেটের মুখে পড়ে ওই সাত জন ছাত্রছাত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল কলেজ কর্তৃপক্ষ। এটা কি হুমকি সংস্কৃতি নয়?”