কোচবিহার : পশ্চিমবঙ্গ সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের দেওয়া ট্যাব কেনার অর্থ অপব্যবহার করার ঘটনায় পুলিশ কোচবিহার জেলার দিনহাটা এলাকা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম মনোজিৎ বর্মণ (৩০)।
প্রসঙ্গত, ট্যাব কেলেঙ্কারিতে রাজ্যের একাধিক জায়গার নাম উঠে এসেছে। ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনা সামনে এসেছে মালদা জেলা থেকেও। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। আর এই ট্যাব কেলেঙ্কারিতে এবার হবিবপুরের একটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠেছিল। এবার সেই ঘটনার তদন্তে নেমে কোচবিহারের দিনহাটা থানার অন্তর্গত মাদার লেনের বাসিন্দা মনোজিৎ বর্মনকে (৩০) গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম ।
সিট সূত্রে খবর, এক পড়ুয়ার ট্যাবের টাকা মনোজিৎ বর্মনের অ্যাকাউন্টে চলে যায়। যদিও সেই টাকা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। ব্যাংকের কেওয়াইসি তথ্যের মাধ্যমে শনিবার রাতে গ্রেফতার করা হয় মনোজিতকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ট্যাবের টাকা কেলেঙ্কারিতে অভিযুক্তের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। ধৃত ব্যক্তির দশ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে রবিবার হবিবপুর থানার তরফে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।