শিলিগুড়ি : কোটি টাকার অনলাইন জালিয়াতির ঘটনায় শিলিগুড়িতে ছয়জনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর সাইবার ক্রাইম।
সূত্রের খবর, ২৫ সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইমে অনলাইনে ৫ কোটি ৫০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। ব্যারাকপুর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা মাত্রই তদন্ত শুরু হয়। এই সময় সাইবার ক্রাইম আধিকারিকরা সূত্র থেকে তথ্য পান যে এটি শিলিগুড়ির সাথে যুক্ত। এরপরই শুক্রবার ব্যারাকপুর সাইবার ক্রাইম টিম তদন্তে শিলিগুড়ি পৌঁছোয়।
এরপর স্থানীয় পুলিশের সহায়তায় কানকাটা মোড় সংলগ্ন একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু এটিএম কার্ড, ব্যাঙ্কের পাসবুক, সিম কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধৃতদের ব্যারাকপুর সাইবার ক্রাইম টিম শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করে এবং ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুর চলে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্তের জন্য অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।