হাওড়ার শিবপুর এলাকায় তৃণমূল কর্মীকে গুলি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর বুধবার রাত এগারোটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে জি টি রোডের রাস্তার ধারে বসে গল্প করছিলেন ওই তৃণমূল কর্মী। হাওড়া শিবপুর থানা অন্তর্গত পি এম বস্তির সামনেই ঘটনাটি ঘটে।
এই ঘটনাকে হাওড়া পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা বলেই তোপ দাগেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই। তিনি বলেন, ‘গতকাল রাতে হাওড়ার শিবপুর থানার কাছেই রাস্তার উপরে যে ভাবে শাসক দলের যুবনেতাকে গুলি মেরে হত্যা করা হলো, তা থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থায় আছে তা স্পষ্ট বোঝা যায়। এটা হাওড়া সিটি পুলিশের চূড়ান্ত ব্যার্থতা। পশ্চিমবঙ্গে এখন কেউ সুরক্ষিত নেই। যে কারোর সঙ্গে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।’
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য শিবপুর এলাকায়
প্রসঙ্গত গত মাসে হাওড়ার লিলুয়া এলাকাতে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাশ মিশ্রের গাড়িতে গুলি চালানোর অভিযোগ ওঠে।