কলকাতা : জুনিয়র চিকিৎসকদের অনশন ও আন্দোলন প্রত্যাহার নিয়ে উষ্মা প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান।
শুভেন্দু অধিকারী বলেন, “যারা দাবি করেছিলেন, তারা কেন হঠাৎ করে অনশন ও আন্দোলন প্রত্যাহার করলেন, সেটি তারাই বলতে পারবেন। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।”
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক নিয়ে মন্তব্য করতে তিনি আগ্রহী নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ওনার কথার উত্তর দেবো না, উনি কখন হাসেন, কাঁদেন, তা আমি বলতে পারব না।”
এই মন্তব্যের মাধ্যমে শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বুঝিয়ে দেন যে তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চান না, তবে তার উষ্মা স্পষ্টতই প্রকাশ পায়।