শুক্রবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : শুক্রবার থেকে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, এদিন কলকাতা-সহ হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিকে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 19 =