সাগর দত্ত হাসপাতালে ‘গো ব্যাক’ শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি

উত্তর ২৪ পরগনা : সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। মঞ্চ বেঁধে হাসপাতাল চত্বরেই ধরনা দিচ্ছেন তাঁরা। রবিবার সেই ধরনা মঞ্চে আচমকাই উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

হাসপাতালে পা রাখতেই তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন তাঁরা। শেষপর্যন্ত খালি হাতেই ফিরতে হয় প্রদেশ কংগ্রেস সভাপতিকে।

রবিবার ধরনা মঞ্চে অবস্থান বিক্ষোভ করছিলেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। সেই সময় হাসপাতালে আসেন শুভঙ্কর সরকার। সঙ্গে কয়েকজন দলীয় নেতা-কর্মী। কিন্তু তাঁরা হাসপাতালে চত্বরে ঢুকতেই ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন ডাক্তাররা।

রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, চিকিৎসকদের আন্দোলন থেকে রাজনৈতির ফায়দা তোলার চেষ্টা করছে হাত শিবির। সেই চেষ্টা জল ঢেলে দেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের তরফে বলা হয়, “যাঁরা এই মঞ্চকে রাজনৈতিক কারণে ব্যবহারের চেষ্টা করছেন, তাঁদের হাতজোর করে অনুরোধ করছি, ফিরে যান।” পাশাপাশি স্লোগানও চলতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − one =