একমাত্র জনরোষ হারাতে পারে মমতাকে, মন্তব্য তথাগতর

কলকাতা : ভোট নয়, একমাত্র জনরোষ হারাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সামাজিক মাধ্যমে এই মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “আজ একটা আধবুড়ো মুলো ভাঁড় একটা খাঁটি সত্যি কথা বলেছে। শহরে মমতার সমর্থন চলে গেছে তো কি হয়েছে, গ্রামাঞ্চলে অটুট আছে।

আসল ব্যাপারটা সংক্ষেপে এই। ৩০% মুসলমানের ভোট আঁচলে বেঁধে মমতা ভোটযুদ্ধে নামে। এদের আবার ৯৫% ভোট দেয়। আর বাকি ৭০% হিন্দুর ৬০% ও ভোট দেয় না। আর উপর আছে হাজার টাকা ভাতার প্রলোভন, গুন্ডামি, দলদাস পুলিশ ! কে ওকে হারাতে পারে ?

পারে একমাত্র জনরোষ!”
এর প্রতিক্রিয়ায় দেবার্চন রায় লিখেছেন, “কিন্তু স্যার আজ পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি কাল ভারতের সেটাই হবে। কারণ জন্মনিয়ন্ত্রণহীন এই জিহাদী অভয়ারণ্যে তথাকথিত গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকারের বল প্রয়োগ করে ১৪ বাচ্চা প্যায়দা করে চলা শ্রেণী সবকিছুই দখল করে ফেলবে ,- কি ভারতের গদি আর কি হিন্দু ঘরের মহিলা! হে মহাকাল!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 14 =