কলকাতা : আর জি কর-কাণ্ডের তদন্তভার সিবিআই নেওয়ার পর যত দিন যাচ্ছে, ওই কেন্দ্রীয় সংস্থার ওপর রাজ্যের শাসক দলের উষ্মাও বাড়ছে। সিবিআইয়ের প্রতি বুধবার চারটি প্রশ্ন রাখলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “আর জি করে ডাক্তারি ছাত্রী খুনে সঞ্জয় রায় একাই ছিল নাকি আরও কেউ যুক্ত ছিল? এটা কি স্রেফ একটি নারকীয় ঘটনা নাকি কোনও চক্র অন্য কোনও কারণে এই ঘটনা ঘটিয়েছে? তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই আনলে তাঁদের এদের কারণ ব্যাখ্যা করতে হবে। এবং এব্যাপারে যদি সিবিআই নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে তাহলে তাঁদের এও বলতে হবে, তাঁরা এবিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে বা নিতে চলেছে তারও ব্যাখ্যা দিতে হবে।”
আর জি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুন কাণ্ডের বিচার চেয়ে ৯ আগস্ট থেকেই আন্দোলনে নেমেছেন তাঁর সহপাঠীরা। নাগরিক সমাজের তরফেও শহর জুড়ে প্রতিদিনই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হচ্ছে। সকলেই চাইছেন দ্রুত অপরাধীদের চিহ্নিত করে কঠোর সাজার ব্যবস্থা করুক আদালত। এখন দেখার, সিবিআই বৃহস্পতিবার এ ব্যাপারে আদালতে কী রিপোর্ট জমা করে।