আলিপুরদুয়ার : আর জি কর কাণ্ড নিয়ে রাজ্যের পরিস্থিতিতে উষ্মা প্রকাশ করে বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে।
রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নৈরাজ্য চলছে। দুর্নীতির পাশাপাশি আর জি করে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে উত্তাল হয়ে উঠেছে বাংলা। এই বাঙালি, বঙ্গবাসী, ভারতের নানা প্রান্তে যাঁরা আন্দোলনে শামিল, তাঁদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করার জন্য রাজ্যের দেওয়া বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। শারীরিক অসুস্থতার কারণে আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে পথে নামতে পারছি না।’ সাহিত্যিকের কথায়, ‘আমাকে যাঁরা বিবেচনা করেছিলেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। তবে মর্যাদাকে রাখতে পারলাম না।’ প্রসঙ্গত, ২০১৬ সালে পরিমলবাবুকে সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গরত্ন সম্মানে ভূষিত করা হয়।