পরদায় ফিরছেন টাইগার-জোয়া, প্রকাশ পেল টাইগার থ্রি’র টিজার

পরদায় ফিরছেন টাইগার ও জোয়া। প্রকাশ পেল টাইগার থ্রি’র (Tiger 3) টিজার। ২০২৩ (2023) এর ঈদে মুক্তি পাবে ছবি। শুক্রবার টুইটারে সলমন শেয়ার করলেন ‘টাইগার থ্রি’ ছবির টিজার। যেখানে ক্যাটরিনাকে দেখা গেল একেবারে অ্যাকশন মুডে।প্রসঙ্গত,২০১২ সালে মুক্তি পায় সলমন-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’। বক্স অফিসে বরাবরই হিট সলমন-ক্যাটরিনা জুটি। এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়’ এর পর টাইগার থ্রির টিজার স্বাভাবিকভাবেই দর্শকদের মন কাড়তে পেরেছে।কয়েক মিনিটের টিজারেই টাইগার থ্রি বুঝিয়ে দিল এবারও ঈদে সল্লু ভাই তার কামাল দেখাবেন। ২১ এপ্রিল, ঈদের মরশুমেই মুক্তি পাবে সলমনের ‘টাইগার থ্রি’। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলগুতে।

ছবির চূড়ান্ত পর্বের শুটিং শেষ করে ফেলেছেন সল্লু ভাই। শুক্রবার সকালে টুইটারে ছবির টিজার শেয়ার করেন তিনি। বিভিন্ন সোশাল সাইটে এখন ভক্তদের ভালোবাসা পাচ্ছে টাইগার থ্রি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শাহরুখ খান চারবছর পর পরদায় ওয়াপসির খবর শেয়ার করেছেন। সঙ্গে বহু প্রতীক্ষিত ছবি পাঠান। তারপরই সল্লু ভাইয়ের টাইগার থ্রির টিজার সিনেমাপ্রেমীদের হলমুখি করবেই তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − twelve =