কলকাতা : বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তার জন্য কূটনৈতিক চাপে কাজ না হলে সামরিক অভিযান করার দাবি তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
বৃহস্পতিবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “বাংলাদেশ যদি ইচ্ছে করে নিজেদের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সংখ্যালঘুদের নিরাপত্তা না দেয়, যদি তাদের পিছনে কাঠমোল্লাদের লেলিয়ে দেয়, এবং এরা যদি তার ফলে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়, তাহলে লাভ বাংলাদেশের, ক্ষতি ভারতের। ভারত কেন এই ক্ষতি সহ্য করবে?
তাই ভারতের উচিত, প্রবল কূটনৈতিক চাপ সৃষ্টি করা, যাতে এই সংখ্যালঘুরা নিরাপত্তা নিয়ে সেদেশে বাস করতে পারে। আর যদি কূটনৈতিক চাপে কাজ না হয় তাহলে মিলিটারি অভিযান করা। তুমি আমার পাশে বসে আমার ক্ষতি করবে, আর আমি তোমার প্রেমে মজে সেই ক্ষতি সহ্য করে যাব, এ হয় না।”