কলকাতা : প্রতি বছর ডিভিসির জল ছাড়ার কারণেই বাংলা প্লাবিত হয়। বিধানসভায় এই অভিযোগ নিয়ে সোমবার আরও এক বার ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন তিনি বলেন, ‘‘প্রতি বছর ডিভিসি জল ছাড়ে বলে বাংলার একাধিক জেলা ভেসে যায়। জলচুক্তি নিয়ে আমি আমার অবস্থায় দিল্লিতে জানিয়ে এসেছি। বন্যার জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে টাকা দেওয়া হল। আমার রাজ্যকে দেওয়া হল না। ভুটান জল ছাড়লে কেন্দ্রকে সে কথা জানানো হয়। রাজ্যকে জানানো হয় না। বন্যায় বাংলার বনভূমি, চা-বাগান ভেসে যাচ্ছে।’’
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ভারত-বাংলাদেশ নদী কমিশনের আদলে ভারত-ভুটান নদী কমিশন করার কথা নীতি আয়োগের বৈঠকে আমি বলে এসেছি। তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।’’