স্ত্রীকে বঞ্চিত করেছেন সৌমিত্র, লোকসভায় খোঁচা অভিষেকের

নয়াদিল্লি : বুধবার বাজেটের উপর লোকসভায় বিতর্ক শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে এদিন বাজেট বিতর্কে অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন ট্রেজারি বেঞ্চের দিক থেকে বার বার বাধা দেওয়া হচ্ছিল।

এমন সময়ে অভিষেক বলেন, এই বাজেটের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীর প্রতি ‘বঞ্চনা’ করা হয়েছে। এর পরই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর দিকে উদ্দেশ করে অভিষেক বলেন, ঠিক যেমন মাননীয় সাংসদ তাঁর স্ত্রীকে বঞ্চিত করেছেন।

এদিন অভিষেক এই খোঁচা দিতেই সৌমিত্র সহ বিজেপি সাংসদদের কয়েকজন ওয়েলে নেমে পড়েন। তাঁরা অভিষেকের কথায় আপত্তি জানান। এই সময়ে পীঠাসীন স্পিকার ‍বলেন, অভিষেকের এই মন্তব্য লোকসভার রেকর্ড থেকে বাদ যাবে। সৌমিত্রকেও তাঁর আসনে ফিরে যেতে বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eight =