ইজরায়েল (Israel) অধিকৃত ওয়েস্ট ব্যাংকে (West Bank) ইজরায়েলীয় সেনার গুলিতে মৃত্যু হয়েছে আল জাজিরার (Al Jazeera) এক বর্ষীয়ান মহিলা সাংবাদিকের। তাঁর নাম শিরিন আবু আকলে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে এই কথা জানা গিয়েছে। এছাড়াও ওই হামলায় আরেক সাংবাদিক আলি আল-সামুদি গুরুতর আহত হয়েছেন। যদিও ইজরায়েলের সেনা এই অভিযোগ অস্বীকার করেছে।
ইতিমধ্যেই কাতারের উপ বিদেশমন্ত্রী লোলওয়া আল খাতের এএফপির কাছে দাবি করেছেন, শিরিনের পরনে ছিল প্রেস ভেস্ট। মাথায় ছিল হেলমেট। তা সত্ত্বেও সেনাবাহিনী ওই সংবাদিকের মুখে গুলি চালিয়ে দেয়। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, ‘এটা রাষ্ট্রীয় সন্ত্রাস।’
এএফপি সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ইজরায়েলের সেনার তরফে হামলার খবর নিশ্চিত করা হয়েছে। ওয়েস্ট ব্যাংকের জেনিন শহরের শরণার্থী শিবিরে গুলি চালিয়েছে বলে জানাচ্ছে তারা। তবে সেই সঙ্গে কোনও সাংবাদিককে লক্ষ্য করে কোনও গুলি চালানো হয়নি বলেই দাবি তাদের। ইজরায়েলের এক সেনা আধিকারিকের দাবি, ‘কোনও সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালাইনি আমরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা এবিষয়ে যৌথ তদন্ত চালাতে চাই।’