প্রেমিকাকে খুনের অপরাধে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে ২০ বছরের কারাবাসের সাজা শোনাল সিঙ্গাপুরের এক আদালত। ২০১৯ সালের ১৭ জানুয়ারি এম কৃষ্ণণ নামে ওই ব্যক্তি তাঁর বান্ধবী মল্লিকা বেগম রহমানসা আবদুল রহমানকে খুন করেন। গত সপ্তাহেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। অবশেষে ঘোষিত হল সাজা।
জানা গিয়েছে, এম কৃষ্ণণ ছিলেন বিবাহিত। তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মল্লিকা বেগমের। কিন্তু কৃষ্ণণ জানতে পারেন মল্লিকার সঙ্গে অন্য পুরুষদেরও সম্পর্ক রয়েছে। এর পরই তাঁদের সম্পর্কের অবনতি হয়। ঘটনার দিন মেজাজ হারিয়ে কৃষ্ণণ নিজের বান্ধবীকে লাথি-ঘুষি মারতে থাকেন। তাতেই মৃত্যু হয় তরুণীর। জানা গিয়েছে, ২০১৮ সালে এক পুলিশ অফিসারকে নিগ্রহের দায়ে জেল হয়েছিল কৃষ্ণণের। পরে অবশ্য ছাড়া পেয়ে যান তিনি। কিন্তু এরও আগে ২০১৫ সালেই তাঁর স্ত্রী তাঁকে মল্লিকার সঙ্গে আবিষ্কার করেন নিজের বেডরুমে! সেই সময় কৃষ্ণণ তাঁর স্ত্রীর মুখেও ঘুষি মারেন। এমনকী বোতল দিয়ে মারতেও যান।
তিনি জেলে থাকার সময় মল্লিকা অন্য পুরুষদের সঙ্গেও যৌন সংসর্গে জড়িয়েছেন, এটা জানার পর থেকেই অশান্তি হয় শুরু হয় তাঁর ও কৃষ্ণণের। আর তারই জেরে তিনি খুন করেন মল্লিকাকে। সেই সময়ই গ্রেপ্তার করা হয় তাঁকে। অবশেষে সাজা ঘোষণা হল তাঁর। তবে জেলে ২০ বছরের শাস্তির থেকে যে সময় তিনি জেলে কাটিয়ে ফেলেছেন তা বাদ দেওয়া হবে বলেও আদালত জানিয়েছেন।