হাতের টানে উঠছে পিচ, পথশ্রী প্রকল্পে রাস্তা নিম্নমানের সামগ্রীতে তৈরির দাবিতে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: হাতের টানে মাদুরের মতো উঠে আসছে পথশ্রী প্রকল্পে নির্মিত রাস্তার পিচ! নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে নির্মীয়মাণ রাস্তার কাজ বন্ধ করলেন স্থানীয় বাসিন্দারা। এই জেলার রায়পুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলের লেদরা মোড় থেকে রায়পুর ব্লক মহাবিদ্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার প্রথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ হচ্ছে।
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে জেলার বিভিন্ন প্রান্তে প্রথশ্রী প্রকল্পে রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার অভিযোগ উঠে এসেছে। ফের জেলায় রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলের লেদরা মোড় থেকে রায়পুর ব্লক মহাবিদ্যালয় পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মাণ প্রথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি করার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগের পাশাপাশি রাস্তার ওপর বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।
তাঁদের দাবি, এই পিচ রাস্তার চেয়ে অতীতের মাটির রাস্তা অনেক ভালো ছিল। এই রাস্তার ওপর গাড়ি গেলেই উঠে যাচ্ছে পিচ। রাস্তার অবস্থা এখনই এমন হাল হলে ভবিষ্যতে কী হবে এই ভেবেই চিন্তিত এলাকাবাসীরা। যার জেরে বিক্ষোভ দেখিয়ে রাস্তার কাজ বন্ধ করলেন স্থানীয় বাসিন্দারা। তবে এই বিষয়কে হাতিয়ার করে বিজেপির দাবি, দুর্নীতি আর তৃণমূল এখন সমার্থক। সামনে ভোট তৃণমূল নেতাদের পকেটে টাকা ভরতেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। মানুষ এর যোগ্য জবাব দেবে আগামী দিনে।
অন্যদিকে এই রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা কার্যত মেনে নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি, এলাকার মানুষের এই রাস্তাটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তাই প্রথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছিল। ঠিকাদার সংস্থা ঠিকমতো কাজ না করায় এই সমস্যা দেখা দিয়েছে। তবে স্থানীয় প্রশাসন এবং জেলাশাসককে ইতিমধ্যেই জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার বিষয়ে। তবে বিজেপির আনা অভিযোগ একেবারেই অস্বীকার করে তৃণমূল বিধায়কের দাবি যে, এই কাজের সঙ্গে তৃণমূলের কোনও কর্মী টাকাপয়সার সঙ্গে জড়িত নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =