আসানসোল পুরনিগমের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে বিজেপির ২ বিধায়ক-কে নিমন্ত্রণ করা হল না, টুইট চৈতালি তেওয়ারি

আসানসোল : ২৫ বৈশাখ সোমবার রবীন্দ্রজয়ন্তী। আসানসোল পুরনিগমের উদ্যোগে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে নিমন্ত্রিতদের তালিকায় নাম নেই আসানসোল দক্ষিণের বিধায়কা অগ্নিমিত্রা পল ও কুলটির বিধায়ক অজয় পোদ্দারের।

আর নিয়ে ক্ষোভ প্রকাশ করে টুইট করলেন আসানসোল পৌরনিগমের বিজেপি কাউন্সিলর চৈতালি তেওয়ারি। চৈতালি তেওয়ারি বলেন, বিশ্ববরেণ্য কবির অনুষ্ঠানেও রাজনৈতিক রঙ দেখে তৃণমূল যে নোংরা রাজনীতির খেলা শুরু করেছে, তা দেখলে সত্যিই অবাক হতে হয়। বিশ্বাস করতে পারছি না বাংলার বুকে দাঁড়িয়ে জনগণের ভোটে জেতা ২ বিধায়ককে নিমন্ত্রণ করা হল না, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে।

উল্লেখ্য, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আসানসোল পুরনিগমের উদ্যোগে দু’দিন ব্যাপী আসানসোল রবীন্দ্রভবনে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত এই অনুষ্ঠানে জনপ্রতিনিধি হিসেবে বিজেপির বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =