খারকিভ ছাড়তে ট্রেনে উঠতে চেয়ে করুণ আর্তি ভারতীয়দের, ভাইরাল ভিডিও

বুধবারই ভারত সরকারের তরফে চরম সতর্কবার্তা দিয়ে রেখেছে, এ দিন স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬টার মধ্যে খারকিভ (Kharkiv) ছাড়তে হবে প্রবাসী ভারতীয়দের (Indian)। ইউক্রেনে ভারতীয় দূতাবাস জানায়, যেভাবেই হোক খারকিভ ছাড়তে হবে। ট্রেন-বাসের মতো গণপরিবহণ না মিললে হেঁটেই এই শহর ছাড়তে হবে। এমন নির্দেশে রীতিমতো উত্তেজনা ছড়ায় ভারতীয় ছাত্রদের মধ্যে। উল্লেখিত একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রেনে ওঠার জন্য কাকুতি-মিনতি করছেন বেশ কয়েক ভারতীয়। আফ্রিকানও রয়েছে সেখানে। কিন্তু ইউক্রেনিয়রা (Ukraine) তাঁদের উঠতে দিচ্ছে না বলে অভিযোগ। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়।

এক মিনিট ৫৪ সেকেন্ড। কিয়েভ থেকে খারসন, খারসন থেকে খারকিভ, খারকিভ থেকে লিভিভ- গোটা ইউক্রেনে এই মুহূর্তে কী অবস্থা, তা ধরা পড়েছে নিউ ইয়র্ক টাইমসের টুইটারে পোস্ট করা একটি ছোট্ট ভিডিওতে। কখনও মুর্হুমুহু সাইরেন, এলোপাথারি গুলি-বোমা বর্ষণ আর ইউক্রেনিয়দের দেশছাড়ার দ্যোতনা- এখন এটাই দস্তুর হয়ে উঠেছে ইউক্রেনে। কিয়েভের দোরগোড়ায় কড়া নাড়ছে রুশসেনা। বসতবাড়ি ছেড়ে তল্পিতল্পা গুটিয়ে দিকশূন্যপুরে যাত্রা করছেন আবাল-বৃদ্ধ-বনিতা। মেট্রো স্টেশনে অগনতি মাথা আর দমবন্ধ করা দীর্ঘশ্বাস। খারসানে গেলে দেখা যাচ্ছে বাজপাখির মতো ধেয়ে আসছে যুদ্ধবিমান। ছুড়ছে এদিক-ওদিক গোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 8 =