মাঠের সব জায়গাতেই যেন রবীন্দ্র জাডেজা। যাঁর কারণে প্রবল সমস্যায় পড়ল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। আর ইনিংসের প্রথম বলেই উইকেট! তুষার দেশপান্ডে বোলিং ওপেন করেন। পয়েন্টে সেফ হ্যান্ড রবীন্দ্র জাডেজা। অনবদ্য ক্যাচে ফিল সল্টকে গোল্ডেন ডাকে ফেরান তুষার। শুরুটা ভালো না হওয়ায় চাপে পড়ে কেকেআর। টানা তিন ম্যাচ জেতা কেকেআর মাত্র ১৩৮ রানের টার্গেট দিতে পারল চেন্নাইকে।
পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে আনা হয় রবীন্দ্র জাডেজাকে। প্রথম বলেই অঙ্গকৃশ রঘুবংশীর উইকেট নেন। জাডেজার প্রথম ডেলিভারিই রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন রঘুবংশীর। লেগ বিফোর হয়ে ফেরেন। কয়েক বলের ব্যবধানে সুনীল নারিনের উইকেট। নিজের প্রথম ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট। স্পেলের দ্বিতীয় ওভারে ফেরান ভেঙ্কটেশ আইয়ারকে। চিপকে এ বার পেসারদের দাপট দেখা গিয়েছিল। হঠাৎই যেন পরিস্থিতি পাল্টে গেল। স্পেলের প্রথম ২ ওভারেই ৮ রান দিয়ে ৩ উইকেট! প্রথম চার ম্যাচে বোলিংয়ে চূড়ান্ত ফ্লপ জাডেজাই রং বদলে দিলেন।
টানা চার ওভারের স্পেলে ১৮ রান দিয়ে ৩ উইকেট। জাডেজার স্পেল শেষ হতেই যেন কিছুটা স্বস্তি ফেরে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আর এক স্পিনার মহেশ থিকসানা ৪ ওভারের স্পেলে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন। জাডেজা দুটি অনবদ্য ক্যাচও নিয়েছেন। দুই স্পিনারের দাপট এবং পেসারদের স্লোয়ার ডেলিভারিতে কেকেআর ইনিংসের গতি বাড়াতে ব্যর্থ।