ইসিএল খনি দুর্ঘটনায় মৃত ২, ঠিকা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, আসানসোল: ইসিএল চিনাকুড়ি খনিতে দুর্ঘটনায় মৃত্যু হল দুই ঠিকা শ্রমিকের। মঙ্গলবার ওই খনিতে খনির ভিতরে যাওয়ার ডুলির যন্ত্রাংশ মেরামতির কাজ চলছিল ঠিকা সংস্থার তত্ত্বাবধানে। সেই সময় খনির ওপরে ডুলির ওঠানামার গার্ডার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একজন অস্থায়ী ঠিকা শ্রমিক খনির কয়েকশো ফুট ভিতরে পড়ে যান। অন্য আরও একজন ডুলির মধ্যে পড়ে যান। একজনকে তাড়াতাড়ি উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়, এখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পাশাপাশি খনির ভেতরে পড়ে যাওয়া অপর ঠিকা শ্রমিককে উদ্ধার করা হয়। যদিও দু’জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার প্রতিবাদে কোলিয়ারির শ্রমিকরা খনি শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত হয়ে একই সঙ্গে কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন। খনি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার। তিনি বলেন ‘শ্রমিকদের কোনওরকম সুরক্ষা না দিয়ে কাজ করাচ্ছে ঠিকা সংস্থা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =