শোকজেও জোরকদমে প্রচার দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: ‘নির্বাচন কমিশনের শোকজের জবাব দেওয়া হচ্ছে। তার জন্য অফিস আছে, উকিল বসছেন। তাঁরা জবাব দিচ্ছেন। আমার কাজ আমি করছি।’ শুক্রবার পূর্ব বর্ধমানের গলসির কেন্দাইপুরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নিজের শোকজ নিয়ে এমনটাই জানান। সেখানে তিনি দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন।
তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকার জন্য শ্বেতপত্র প্রকাশের জন্য টুইট করা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন। দিলীপ ঘোষ বলেন, ‘উনি কে হিসেব চাওয়ার। চোরেদের হিসেব চাওয়ার অধিকার নেই। রাস্তার টাকা, জলের টাকা,বাড়ির টাকা, শৌচাগারের টাকা চুরি করেছে। ২ লক্ষ ৩৯ হাজার কোটি টাকা চুরি করেছে। আমরা বলিনি। সিএজি বলেছে।’ তিনি বলেন, ‘বিল গেটস কেন এখন অনেকেই আসছেন ভারতে মোদিজির কাজের জন্য।’ এআই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ভারত প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে।’ আর সিপিএম দেরিতে বোঝে বলেও তিনি কটাক্ষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eleven =