পিঙ্ক আর্মির ডেরায় ঋষভ পন্থের দিল্লি গর্জন করতে পারল না। জয়পুরে সঞ্জু স্যামসনের টিমের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খালি হাতে মাঠ ছাড়ল ঋষভ পন্থের দল। পেন্ডুলামের মতো দুলতে থাকল রাজস্থান-দিল্লি ম্যাচ। রাজস্থানের দেওয়া ১৮৬ রানের টার্গেট দিল্লি তাড়া করছিল। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ বের করে নিয়ে যাবে দিল্লি। কিন্তু কোথায় কী! রিয়ান পরাগের পারফেক্ট ইনিংস, আবেশ খান-নান্দ্রে বার্গার-যুজবেন্দ্র চাহালদের বোলিংয়ে অবশেষে ৫ উইকেটে ১৭৩ রানে থামল পন্থের দল। যার ফলে ঋষভ পন্থের দিল্লি এ বারের আইপিএলে জোড়া ম্যাচে হারের মুখ দেখল।
আইপিএল কেরিয়ারে দিল্লির হয়ে শততম ম্যাচে নেমেছিলেন অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু মাইলস্টোন ম্যাচে তাঁকে হারতে হল। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮৫ রান তোলে সঞ্জু স্যামসনের রাজস্থান। নেপথ্যে রিয়ান পরাগের ৮৪ রানের অপরাজিত ইনিংস। ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে লড়াই করেও রাজস্থানের বিরুদ্ধে ১২ রানে হারল দিল্লি।