বেলঘড়িয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখায় এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কামারহাটি পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের নন্দননগর নেতাজি পল্লিতে। আক্রান্ত বিজেপি কর্মী দীপক পাঠক ওরফ বাবু ঘটনার দিনই বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। আক্রান্ত দীপকের কথায়, বুধবার বাড়ির কাছেই তিনি দমদম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শীলভদ্র দত্তের সমর্থনে দেওয়াল লিখছিলেন। তৃণমূলের কয়েকজন এসে তাকে হুমকি দিয়ে দেওয়াল লিখতে নিষেধ করে। হুমকি উপেক্ষা করেই তিনি দেওয়াল লেখেন। দীপকের অভিযোগ, দেওয়াল লিখে বাড়িতে ফিরতেই বাইকে চেপে কয়েকজন তার ওপর চড়াও হয়ে তাকে মারধর করে। তাঁর মা ছুটে এসে বাঁচাতে গেলে তাকেও গালিগালাজ করা হয়। এমনকী পুলিশে অভিযোগ জানালে তারা দেখে নেবার হুমকি দেয়। আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুÜৃñতীরাই তার ওপর হামলা চালিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ। যদিও ঘটনা নিয়ে কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা বলেন, ‘এই ধরনের ঘটনা তাঁর জানা নেই। তিনি খোঁজখবর নিয়ে দেখবেন। ঘটনা যদি সত্য হয়, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =