বেআইনি কয়লা খনন বন্ধের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদন, আসানসোল: বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানার ডামরায় বেআইনি কয়লা খনির বিরুদ্ধে সরব হলেন এলাকার বাসিন্দারা। বিক্ষুব্ধ বাসিন্দারা এদিন অবৈধ খনি এলাকায় যান ও কয়লা মাফিয়াদেরকে তাড়া করে এলাকা ছাড়া করেন বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় আসানসোলের দক্ষিণ থানার পুলিশ আসে।
স্থানীয়দের অভিযোগ, কয়েকজনের নেতৃত্বে কয়েক মাস ধরে কুয়ো কেটে অবৈধ কয়লাখনি চলছে এলাকায়। পুলিশ সবকিছু জেনেও কোনও ব্যবস্থা নেয়নি। ডামরা এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে অবৈধ কয়লা উত্তোলন করছে মাফিয়ারা। কয়লা খনির দাপট এতটাই বিস্তৃত যে, তা এখন মানুষের বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এতে তাঁদের বাড়িঘর মাটিতে ভেঙে পড়ার আশঙ্কা বেড়েছে। তার প্রতিবাদ করতে গেলে মাফিয়ারা তাঁদের হুমকি দেয়। এরপর এলাকার লোকজনরা একত্রিত হয়ে অবৈধ খনিতে কাজ করা লোকদের ধাওয়া করেন। ভয়ে তাঁরা এলাকা ছেড়ে পালিয়ে যান। খনিতে থাকা বাঁশে আগুন দেওয়া হয়। পরে পুলিশ এলাকার বাসিন্দাদের শান্ত করে পরিস্থিতি সামাল দেয়। ভোটের মুখে এইরকম অবৈধ কয়লার ব্যবসা স্বভাবতই উত্তেজনা সৃষ্টি হয়েছে শিল্পাঞ্চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fourteen =