সন্দেশখালির প্রতিবাদী রেখার সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রীর

লোকসভা নির্বাচনে বসিরহাটের প্রার্থী নির্বাচনে চমক দিয়েছে বিজেপি। গত রবিবার রাতে ঘোষণা করা হয় সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। তখনই মনে করা হয়েছিল, বসিরহাটে জয়ের চেয়েও বিজেপির পক্ষে রেখাকে বাছার ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ওই আসন এলাকার সন্দেশখালিতে মহিলাদের আন্দোলন। তৃণমূল নেতা শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে যে আন্দোলন হয়েছিল তাতে মুখর হতে দেখা যায় রেখাকে। কন্যাসন্তানকে কোলে নিয়ে মিছিলেও হাঁটেন তিনি। সেই রেখাকে গোটা রাজ্যেই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের মুখ হিসাবে তুলে ধরতে চায় বিজেপি। প্রার্থী হিসাবে নাম ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেলেন রেখা। আর সেই ফোনেই মোদি ‘শক্তিস্বরূপা’ বলে রেখাকে সম্বোধন করেন।

সূত্রে খবর, ফোনে মোদি তাঁকে জিজ্ঞাসা করেন আপনার প্রার্থী হয়ে কেমন লাগছে? প্রত্যুত্তরে রেখা জানান, ভালো লাগছে। সন্দেশখালির গ্রামীণ মহিলাদের মধ্যে থেকে একজনকে প্রার্থী করার জন্য মোদিকে ধন্যবাদ জানান তিনি। সঙ্গে সংযোজন, ‘আপনার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রয়েছে। আমাদের সন্দেশখালির মা-বোনদের কাছে আপনি ভগবানের মতো।’ প্রধানমন্ত্রীও তাঁকে আশ্বস্ত করেন, রেখার উদ্বেগের কথা নির্বাচন কমিশনের দরবারে পৌঁছে যাবে এবং কমিশন নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথনের সময়ে মোদিকে ভগবান রামের সঙ্গে তুলনা করেন রেখা। মোদির আশীর্বাদ চান বসিরহাটের বিজেপির প্রার্থী। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার মতো মা বোনের হাত আমার মাথায় রয়েছে। নইলে আমি একা তো কিছুই নই। মোদির কথায়, রেখাজি আপনিই শক্তি, আপনিই দুর্গা। বাংলায় শক্তির আরাধনা হয়। আপনিই সেই শক্তি। কত বড় সাহস আপনি দেখিয়েছেন, জানেন না। আপনার কারণেই এক দুর্বৃত্ত গ্রেপ্তার হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করেছেন। গোটা দেশ আপনার জন্য গর্ব করছে।’

শুধু তাই নয়, এদিন প্রধানমন্ত্রী আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রেখার ভোট প্রচার কেমন চলছে, সেই সব বিষয়ে খোঁজখবর নেন রেখা পাত্রের থেকে। তারই উত্তরে এলাকায় যে বিজেপির জন্য আমজনতার সমর্থন বেড়েছে, প্রধানমন্ত্রীর কাছে সে কথাও তুলে ধরেন বসিরহাটের এই বিজেপি প্রার্থী। উল্লেখ্য, যে সন্দেশাখালি ঘিরে উত্তপ্ত হয়েছে বাংলা তথা গোটা দেশের রাজনীতি, সেই সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ হলেন রেখা পাত্র। প্রধানমন্ত্রী মোদি রেখাকে এও বলেন, ‘আপনার যে আত্মবিশ্বাস রয়েছে, আমি নিশ্চিত আপনি ঠিক দিল্লিতে পৌঁছাবেন। আপনি নিশ্চয়ই নির্বাচনে জিতে আসবেন।’ রেখা জানালেন, প্রায় মিনিট পনেরো প্রধানমন্ত্রী কথা বলেন তাঁর সঙ্গে।

বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে রেখার নাম বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণার পর বসিরহাটের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান নমো। উত্তরে রেখা জানান, বলেন, ‘শুধু সন্দেশখালিই নয়, গোটা বসিরহাট লোকসভা কেন্দ্রের মা-বোনেরা অত্যাচারিত হয়েছেন বিগত দিনগুলিতে।’ সন্দেশখালির অভিযুক্তদের যাতে কঠোর সাজা হয়, প্রধানমন্ত্রীর কাছে সেই কথাও বলেন রেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 6 =