প্রতিবাদী কৌস্তভকে ভয় দেখাতে পরিকল্পনা মাফিক চুরি, দাবি অর্জুনের

ব্যারাকপুর ব্যাঙ্ক পার্কে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর নির্মীয়মাণ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালে কৌস্তভের বাবা দেখেন বাড়ির প্রধান ফটকের তালা ভাঙা। দোতলার ঘরের তালা ভেঙে ইন্টেরিয়র ডেকরেশন, স্যানিটারি ও ইলেকট্রনিক্সের সামগ্রী খোয়া গিয়েছে। কৌস্তভের দাবি, খোয়া যাওয়া সামগ্রীর বাজার মূল্য আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকার মতো। কৌস্তভ জানান, মামলার বেশ কিছু নথিপত্র গায়েব হয়ে গিয়েছে। সেটাই তাঁকে অবাক করেছে। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ। এদিকে চুরির ঘটনার খবর পেয়ে এদিন বেলায় কৌস্তভের বাড়িতে আসেন ব্যরাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং। সাংসদের দাবি, প্রতিবাদী কৌস্তভকে ভয় দেখাতে পরিকল্পনা মাফিক চুরির ঘটনা ঘটেছে। যদিও কৌস্তভ ভয় পাবার ছেলে নয়। সাংসদের বক্তব্য,তৃণমূলে কিছু নেতা আছে যারা অপরাধীদের প্রশ্রয় দেয়। কৌস্তভের ঘর থেকে মামলার নথিপত্র চুরি হয়ে গিয়েছে। এতেই মনে হচ্ছে, কাউকে দিয়ে এটা করানো হয়েছে। প্রসঙ্গত, এক বছর আগে ব্যারাকপুরে ডাকাতিতে বাধা পেয়ে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে খুন করা হয়েছিল। পুরানো ঘটনা স্মরণে এনে এদিন বিদায়ী সাংসদ বলেন, ওই ঘটনায় দু’জন নেশাখোড়কে গ্রেপ্তার করা হয়েছিল। চুরির ঘটনায়ও দু’জন নেশাখোড়কে ধরা হবে। অর্জুন সিং আরও বলেন, বাংলা এখন সন্দেশখালি আর গার্ডেনরিচে পরিণত হয়েছে। তবে গার্ডেনরিচে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আয়োজিত মিছিলে সংখ্যালঘুরা সামিল হয়েছিলেন। এতেই প্রমাণিত বাংলার মানুষ এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে প্রস্তুত আছেন। বাকিটা এখন শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − thirteen =