আদালতে স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আমআদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় ইডি যাতে তাঁর বিরুদ্ধে কোনও ‘কঠোর পদক্ষেপ’ না করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে তাঁর আবেদনে সাড়া দিল না আদালত। আবগারি মামলায় হাইকোর্টের রক্ষাকবচ পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আদালত ইডিকে কেজরিওয়ালের আবেদনের জবাব দিতে বলেছে।
এর আগে আবগারি মামলায় মোট ন’বার কেজরিওয়ালকে তলব করেছে ইডি। তার মধ্যে আট বারই হাজিরা এড়িয়েছেন কেজরিওয়াল। বৃহস্পতিবারই ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তিনি হাজিরা না দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। আদালতে ইডির পক্ষের আইনজীবী এসভি রাজু বলেন, ‘বার বার ডাকার পরেও হাজিরা দেননি কেজরিওয়াল।’ আপের অভিযোগ, ইডির লক্ষ্য জিজ্ঞাসাবাদ নয়। এত দিন ধরেও তারা এই মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পায়নি। তাই লোকসভা ভোটের আগে সমন পাঠিয়ে তাঁকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
বৃহস্পতিবার বিচারপতি সুরেশকুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চে কেজরিওয়ালের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে ডিভিশন বেঞ্চ বলে, ‘আমরা উভয় পক্ষের বক্তব্য শুনেছি। তবে আমরা এই পর্যায়ে মামলাকারীকে কোনও সুরক্ষা দেওয়ার কথা দিচ্ছি না।’ আদালতে পেশ করা আবেদনে কেজরিওয়াল বলেন, ‘ইডি নিশ্চয়তা দিক যে, তাদের তলবে সাড়া দিলে আমার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না।’