পাকিস্তানের কয়লাখনিতে ধস, মৃত্যু হল অন্তত ১২ জনের

পাকিস্তানের কয়লাখনিতে ধস। মৃত্যু হল অন্তত ১২ জনের। খনিটি ব্যক্তিগত মালিকানাধীন। খনি থেকে আচমকাই গ্যাস বেরতে শুরু করায় বিস্ফোরণ ঘটে। ফলে ভূপৃষ্ঠের ৮০০ ফুট নিচে আটকে পড়েন খনির শ্রমিকরা।

মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনা ঘটে। ১২টি দেহই উদ্ধার করা হয়েছে। মিথেন গ্যাস বেরতে শুরু করেছিল আচমকাই। আর তার ফলেই ওই দুর্ঘটনা ঘটেছে।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি বিবৃতি পেশ করে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। জানা গিয়েছে, আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে তাঁদের সতীর্থ আরও ৮ জনও খনির ভিতরে আটকে পড়েছিলেন। পরে তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =