মাঠে থাকুন, জনপ্রতিনিধিদের টার্গেট বেঁধে দিলেন কল্যাণ

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আগামী ২৫মে পর্যন্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অফিসে যাওয়ার দরকার নেই। আধিকারিকরা সামলে নেবেন। বাঁকুড়ার সোনামুখীর কর্মিসভা থেকে দলের জনপ্রতিনিধিদের টার্গেট বেঁধে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির পালটা খোঁচা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জল ধরো জল ভরো প্রকল্পের আওতাভুক্ত। কবে কখন তিনি জল ধরে কী বলেন, তা তিনি নিজেই জানেন না।
শনিবারই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই লোকসভা কেন্দ্রেই ভোটের দিন স্থির হয়েছে ২৫ মে। ষষ্ঠ দফার সেই নির্বাচনকে পাখির চোখ করে বিষ্ণুপুরের প্রচারের ময়দানে ঝড় তুলছেন সব দলের প্রার্থীরাই। শনিবার বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সোনামুখীতে কর্মিসভা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি দাবি করেন, ‘২৫ মে পর্যন্ত পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কোনও জনপ্রতিনিধির অফিসে যাওয়ার দরকার নেই। কাজ আধিকারিকরা সামলে নেবেন। আপনারা শুধু মাঠে থাকুন। এটাই আপনাদের টার্গেট।’ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি। বিজেপির দাবি, তৃণমূলের কোনও জনপ্রতিনিধি মানুষের পাশে থাকেন না। সারাবছর তাঁদের টার্গেট থাকে কাটমানি সংগ্রহ করার। তাই এই ধরনের বক্তব্য কোনও কাজে আসবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =