অল-ইংল্যান্ড ‘জয়’ হল না, সেমিতেই বিদায় লক্ষ্য সেনের

অল-ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের আনন্দ দীর্ঘস্থায়ী হল না। প্রাক্তন চ্যাম্পিয়ন মালয়েশিয়ার লি জিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভারতীয় ব্যাডমিন্টনের উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য সেন। সেমিফাইনালে প্রত্যাবর্তনের চেষ্টা করলেও শেষ অবধি ফল তাঁর পক্ষে হল না। অল-ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালেই বিদায়।

ব্যাডমিন্টনে বিশ্বের অন্যতম সম্মানের এবং চ্যালেঞ্জিং টুর্নামেন্টে অল-ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। সেরাদের হারিয়ে সেরা হওয়ার চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে দুর্দান্ত এগচ্ছিলেন লক্ষ্য সেন। কোয়ার্টার ফাইনালে প্রাক্তন চ্যাম্পিয়নকে হারিয়ে সকলের প্রত্যাশা বাড়িয়ে দেন ভারতের এই ব্যাডমিন্টন খেলোয়াড়। যদিও শেষ চারে স্নায়ুর চাপ ধরে রাখতে পারলেন না।

সেমিফাইনালে লক্ষ্যর প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি। বিশ্ব ক্রমতালিকায় নবম স্থানে রয়েছেন তিনি। ভারতের ২২ বছরের তরুণ লক্ষ্য সেন আগেও ট্রফির কাছে গিয়েছিলেন। এই টুর্নামেন্টে ভারতের ট্রফির অপেক্ষা দীর্ঘ দিনের। ২০২২ সালে লক্ষ্য সেন ফাইনালে উঠেছিলেন। তবে সে বারও ট্রফির অপেক্ষা মেটেনি। ফাইনালে হেরেছিলেন লক্ষ্য। এ বার সেমিফাইনালে। প্রথম গেম জিতে এগিয়েছিলেন জোনাথন ক্রিস্টি। দ্বিতীয় গেমে দুর্দান্ত প্রত্যাবর্তন লক্ষ্যর। ২১-১০ ব্যবধানে দ্বিতীয় গেম দখলে নিতেই নতুন স্বপ্ন।

তৃতীয় এবং নির্ণায়ক তৃতীয় গেমের শুরুটা হাড্ডাহাড্ডি হলেও শেষটা নয়। ২১-১২, ১০-২১, ২১-১৫ ব্যবধানে জয় ২০১৮ এশিয়ান গেমসে সোনাজয়ী জোনাথন ক্রিস্টির। গত ১১ দিনের অক্লান্ত পরিশ্রমের পুরস্কার পেলেন না লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =