নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর নাকে বঁটি চালানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারির ১০ নম্বর ওয়ার্ডের তালপাতা এলাকায়।
জানা গিয়েছে, মেমারির ১০ নম্বর ওয়ার্ডের তালপাতা এলাকার বাসিন্দা সুলতানা খাতুনের স্বামী শেখ ওবাইদুল পেশায় গাড়িচালক। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত বলে দাবি স্থানীয়দের। স্ত্রীকে মারধর করতেন বলেও অভিযোগ রয়েছে স্বামীর বিরুদ্ধে। স্বামীর বিরুদ্ধে স্থানীয় রাজনৈতিক নেতাদের অভিযোগও জানান স্ত্রী সুলতানা খাতুন। স্থানীয় নেতৃত্বরা স্ত্রীর ওপর অত্যাচার বন্ধ করার জন্য স্বামীকে একটি প্রতিশ্রুতি পত্রে স্বাক্ষর করিয়ে নেন বলে দাবি। আর সেই নিয়েই আবারও স্বামী-স্ত্রীর মধ্যে বুধবার সন্ধ্যায় অশান্তি চরমে পৌঁছলে অভিযোগ স্বামী শেখ ওবাইদুল ধারালো বঁটি চালিয়ে দেন স্ত্রীর নাকে।
স্ত্রী সুলতানা খাতুনের অভিযোগ, সেই রক্তাক্ত অবস্থাতেও তাঁকে চিৎকার করতে বারণ করেন তাঁর স্বামী। কোনও রকমে স্বামীর হাত থেকে পালিয়ে চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে। ঘটনার পর বৃহস্পতিবার মেমারি থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্ত্রী সুলতানা খাতুন।