নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার বর্ধমান ডেন্টাল কলেজ থেকে এই ভ্রাম্যমাণ দন্ত চিকিৎসার বাসটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যেগে গত ২০ ফেব্রুয়ারি দু’টি ভ্রাম্যমাণ অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত দন্ত চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু হয় নবান্ন থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এরই মধ্যে একটি হল বর্ধমান ডেন্টাল কলেজ এবং অপরটি উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের জন্য। মূলত এই ভ্রাম্যমাণ দন্ত চিকিৎসা কেন্দ্রটি প্রত্যন্ত গ্রামঞ্চলে গিয়ে মানুষকে পরিষেবা দেবে এবং দন্ত বিষয়ে সচেতনতা শিবির করবে, এক কথায় বলা যায় এবার ‘দুয়ারে দন্ত চিকিৎসা’।
কার্যত বিভিন্ন সরকারি মেলা, প্রদর্শনী, পরিষেবা প্রদান কর্মসূচিতে অংশগ্রহণ করে এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বাস। উপস্থিত ছিলেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, প্রিন্সিপাল জাহান রায়, শুভজিৎ সাহা সহ বর্ধমান ডেন্টাল কলেজের সকল ছাত্রছাত্রী, চিকিৎসকবৃন্দ।