নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ক্রমে ক্রমে বাঁকুড়া জেলায় বাড়ছে স্কুলছুটের সংখ্যা, সেই স্কুলছুটের সংখ্যা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে বলেই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার। তাই স্কুলছুটের সংখ্যা কমাতে মোবাইল পাঠশালার উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার। এদিন বাঁকুড়া শহরের একটি বেসরকারি লজে এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ইএডসিআইএল(ইন্ডিয়া) লিমিটেডের আর্থিক সহায়তায় এই প্রকল্পের উদ্বোধন হল।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার জানান, প্রত্যন্ত গ্রামের যে সমস্ত স্কুলের শিশুরা স্কুলছুট হচ্ছে,তাদের স্কুলে এই গাড়ি পড়াশোনার জন্য নিয়ে যাবে আবার বাড়ি পৌঁছে দেবে। বাঁকুড়া জেলার সকল স্তরের মানুষ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।