ডিভিসির রঘুনাথপুরের আরটিপিসিএ দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া: শনিবার সকালে কৃষ্ণনগর থেকে পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের দুমদুমিতে অবস্থিত ডিভিসির আরটিপিসিএর দ্বিতীয় পর্যায়ের ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পরিপ্রেক্ষিতেই এদিন ডিভিসির আরটিপিসিএ স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোর্তিময় সিং মাহাত। এছাড়াও এলাকার তথা পারা ও রঘুনাথপুর বিধানসভার দুই বিধায়ক নদিয়ারচাঁদ বাউরি ও বিবেকানন্দ বাউরি উপস্থিত হয়েছিলেন। আরটিপিসিএর প্রকল্প অধিকর্তা চৈতন্য প্রকাশ জানান, প্রথম পর্যায়ের তৈরির সময় মোট ২ হাজার ৭৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। ইতিমধ্যেই সেখানে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের জন্য নতুন করে জমি অধিগ্রহণ করার প্রয়োজন নেই। ডিভিসির হাতে থাকা ১৫০ একর জমিতেই তৈরি হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ের বিদ্যুৎ কারখানা। দ্বিতীয় পর্যায়ের জন্য ১১ হাজার ৩৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে সাড়ে চার বছরেই এই দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হবে। এছাড়াও আরও প্রায় ১০০০ হাজারের মতো কর্মসংস্থান হবে বলে জানান প্রকল্পের অধিকর্তা চৈতন্য প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =