ভরা বসন্তে রাজ্যে ফের ঢুকতে পারে উত্তুরে হাওয়া, সৌজন্যে সামান্য পারদ পতনেরও সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে শুষ্কতার সঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আপাতত স্বস্তিদায়ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তারপরে আবারও মাথাচাড়া দিতে পারে গরম। অর্থাৎ আগামী কয়েকদিন স্বস্তিদায়ক থাকবে আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে কোনও উচ্চ্চাপ বলয় নেই। তার ফলে সাগরের দিক থেকে জোরালো গরম জলীয় বাষ্প ঢুকছে না। এই পরিস্থিতিতে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস রাজ্যে ঢুকতে পারে। সৌজন্যে শুষ্কতার সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য নামতে পারে। আপাতত বৃষ্টিরও সম্ভাবনা কম। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।