৭ উইকেট হারিয়ে রাঁচি টেস্টে চাপে ভারত

রাঁচি টেস্টে চাপের মুখে ভারত। দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান ভারতের। এখনও ১৩৪ রানে পিছিয়ে। ক্রিজে আছেন ধ্রুব জুরেল (৩০) এবং কুলদীপ যাদব (১৭)। প্রথম টেস্ট হারার পরের দুটো টেস্টে দাপটের সঙ্গে জেতেন রোহিতরা। কিন্তু রাঁচিতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে বেকায়দায় ভারত। একমাত্র যশস্বী জয়েসওয়াল ছাড়া বাকিরা ব্যর্থ। ১১৭ বলে ৭৩ রান করে আউট হন তরুণ বাঁ হাতি। ইনিংসে রয়েছে ৮টি চার, ১টি ছয়। এদিন বীরেন্দ্র শেহবাগকে ছাপিয়ে যান যশস্বী। এতদিন পর্যন্ত টেস্টে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ছয় মারার নজির ছিল বীরুর। ২০০৮ সালে ২২টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। শনিবার চলতি বছরে টেস্টে নিজের ২৩তম ছয় মারতেই নতুন রেকর্ড করে ফেললেন যশস্বী। কিন্তু এদিন ভারতকে বাঁচাতে পারেননি।

বশিরের কাছে আত্মসমর্পণ ভারতের। চায়ের বিরতিতে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান ছিল ভারতের। উইকেটে ছিলেন যশস্বী এবং সরফরাজ। কিন্তু প্রথম টেস্টে দাপুটে অর্ধশতরান করলেও এদিন ব্যর্থ। ১৪ রানে আউট হন। রান পাননি অশ্বিনও (১)। গুরুত্বপূর্ণ ৩০ রান যোগ করেন জুরেল। ৪ উইকেট নেন শোয়েব বশির। জোড়া উইকেট হার্টলির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 8 =