নাভালনির মৃত্যুর জেরে বড়সড় পদক্ষেপ করতে চলেছে আমেরিকা। জানা গিয়েছে, রাশিয়ার উপরে এবার একাধিক নিষেধাজ্ঞা চাপাতে চলেছে মার্কিন প্রশাসন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো নিয়ে বিস্তারিত জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। জানা গিয়েছে, মূলত রাশিয়ার প্রতিরক্ষা ও শিল্পক্ষেত্রগুলোর উপর নিষেধাজ্ঞা চাপানো হবে। এছাড়াও কর সংগ্রহের মাধ্যমে রুশ অর্থনীতি সচল রাখার ব্যবস্থার উপরেও আঘাত হানতে চলেছে আমেরিকার এই নিষেধাজ্ঞার প্যাকেজটি।
আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জন কিরবি জানান, নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকেই দোষী বলে মানছে আমেরিকা। তাছাড়াও গত দুবছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও ভ্লাদিমির পুতিনের উপরে ক্ষুব্ধ মার্কিন প্রশাসন। সব মিলিয়েই বিশেষ নিষেধাজ্ঞার প্যাকেজ তৈরি করছে হোয়াইট হাউস। সেখানকার আধিকারিকদের মতে, ইউক্রেন যুদ্ধের দুবছর পূর্ণ হওয়ার কারণে রাশিয়ার উপর আলাদা করে বিধিনিষেধ চাপানো নিয়ে আমেরিকার অন্দরে আলোচনা চলছিলই। নাভালনির মৃত্যুর পরে আরও জোরকদমে এগোচ্ছে প্যাকেজ তৈরির কাজ।