পরপর দুটি টেস্টে ডাবল সেঞ্চুরি করে নজির যশস্বীর

রাজকোট: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে যশস্বীর বিজয়রথ যেন থামছেই না। শেষ টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই তরুণ ব্যাটার। তৃতীয় টেস্টেও ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। রাজকোটে রীতিমতো শাসন করলেন ইংল্যান্ডের বোলারদের। বিনোদ কাম্বলি, বিরাট কোহলির পর তৃতীয় কোনও ভারতীয় পরপর দুটি টেস্টে ডাবল সেঞ্চুরি করল। গতকাল সেঞ্চুরি করার পর পিঠে টান লাগায় মাঠ ছেড়েছিলেন যশস্বী। আজ গিল ৯১ রানে আউট হয়ে যাওয়ার পর ফের তিনি ব্যাট করতে নামেন। আগের দিনের মতোই ছন্দে ছিলেন তিনি। ২৩১ বলে পূর্ণ করেন দ্বিশতরান। আজকে ২১৪ রান করেন তিনি। এরপর ৩৩০ রানে ডিক্লেয়ার করে দেয় ভারত। আজকের ইনিংসেই টেস্টে এখনও অবধি তাঁর করা সর্বোচ্চ রান করলেন যশস্বী। জিততে গেলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে তুলতে হবে ৫৫৬ রান। এদিকে আজও হাফসেঞ্চুরি করেন সরফরাজ খান। ডেবিউ টেস্টেই ২টি হাফসেঞ্চুরি এল সরফরাজের কাছ থেকে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে এই বিপুল রান তাড়া করতে নেমে শুরুতেই ভুল করে বসল ইংল্যান্ড। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ডাকেট। আপাতত তৃতীয় টেস্টে ভারতের জয় খুব একটা কঠিন মনে হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 17 =