ফের ধস, রাতারাতি শুকল আস্ত পুকুর!

নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: মাস দু’য়েক আগে হরিপুর হাটতলা সংলগ্ন একটি এমএসকে ßুñল চত্বরে ঘটেছিল ধসের ঘটনা। যার ফলে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। সেই আতঙ্কের রেশ এখনও কাটেনি স্থানীয়দের। এরই মাঝে ফের এলাকায় ঘটল ধসের ঘটনা। এবার ধসের কারণে শুকিয়ে গেল আস্ত পুকুরের জল।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেবেলার পর হরিপুর হাটতলা সংলগ্ন গোসাইতলা মন্দিরের পাশে বড় পুকুরে ঘটেছে ঘটনাটি। সন্ধের পর থেকে হঠাৎই পুকুরের জল কমতে শুরু করে। শুক্রবার সকালে এলাকায় গিয়ে দেখা যায় জল শুকিয়ে পুকুরটি রুক্ষ জমিতে পরিণত হয়েছে। পুকুরে থাকা সমস্ত মাছও উধাও। স্থানীয় বাসিন্দা শিবু মণ্ডল জানান, এই পুকুরের জল নিত্য প্রয়োজনে স্থানীয় মানুষরা ব্যবহার করেন। জল শুকিয়ে যাওয়ায় কমবেশি সকলেই সমস্যায় পড়বে বলে আশঙ্কা জানান তিনি।
হাটতলার বাসিন্দা তথা হরিপুর পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগের দাবি, ভূগর্ভস্থ খনি থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা উত্তোলন ও বিস্ফোরণের ফলে এলাকায় প্রায়ই ধসের ঘটনা ঘটে। এলাকায় তৈরি হয়েছে বিপদজনক পরিস্থিতি। ইসিএল কর্তৃপক্ষকে বহুবার প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ে আবেদন জানিয়েও লাভ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন গোপীনাথবাবু। ধসের ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে এলাকায় আসেন হরিপুর কোলিয়ারির এজেন্ট পিকে ঝাঁ। কী কারণে পুকুরের জল শুকিয়ে গিয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =