রেললাইনের কাজের জন্য হাওড়া থেকে রবিবার একাধিক ট্রেন বাতিল

লিলুয়া স্টেশন ও হাওড়া ইয়ার্ডের লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ ফেব্রুয়ারি একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে বলে জানাল পূর্ব রেল

১১ ফেব্রুয়ারি বাতিল থাকছে…
মেন লাইনে
বর্ধমান থেকে : ৩৭৮১২, ৩৭৮১৮, ৩৭৮২০
হাওড়া থেকে : ৩৭২১১, ৩৭২১৩, ৩৭২১৫, ৩৭২১৭, ৩৭২১৯, ৩৭৮১১, ৩৭৮১৭, ৩৭৮১৯,৩৭৩০৩, ৩৭৩০৭, ৩৭৩০৯, ৩৭৩১১
ব্যান্ডেল থেকে : ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮, ৩৭২২০
সিঙ্গুর থেকে : ৩৭৩০৪
হারিপাল থেকে : ৩৭৩০৮
তারকেশ্বর থেকে : ৩৭৩১২, ৩৭৩১৪
কর্ড লাইনে
বর্ধমান থেকে : ৩৬৮১২
গুরাপ থেকে : ৩৬০৭২
হাওড়া থেকে : ৩৬৮১১, ৩৬০৭১

এছাড়াও চন্দনপুর-শক্তিগড় বিভাগে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে পূর্ব রেল ১০ – ১৭ তারিখ একাধিক ট্রেনকে ঘুরপথে চালানোর কথা জানিয়েছে।

১৫২৩৬ দারভাঙ্গা – হাওড়া এক্সপ্রেস ১০-১৭ তারিখ বর্ধমান ঢুকবে ১ টা ৯ মিনিটে। ট্রেনটি বর্ধমান-ব্যান্ডেল হয়ে চলবে।
১৫২৭২ মুজাফফর পুর-হাওড়া এক্সপ্রেস ১৪ তারিখ বর্ধমান ঢুকবে ১ টা ৯ মিনিটে। ট্রেনটি বর্ধমান-ব্যান্ডেল হয়ে চলবে।
১২৩২৮ দেরাদুন-হাওড়া এক্সপ্রেস ১২ তারিখে ১ টা ২৫ মিনিটে বর্ধমান ঢুকবে। ট্রেনটি বর্ধমান-ব্যান্ডেল হয়ে চলবে।
১২৩৭০ দেরাদুন-হাওড়া এক্সপ্রেস ১১, ১৩,১৪,১৫, ১৭ তারিখ বর্ধমান ঢুকবে ১ টা ৯ মিনিটে। ট্রেনটি বর্ধমান-ব্যান্ডেল হয়ে চলবে।
এছাড়া ১৫২৩৪ দারভাঙ্গা-কলকাতা এক্সপ্রেস ১২ ও ১৫ তারিখ আসানসোল বিভাগে ৯০ মিনিট দেরিতে চলবে।

যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে পূর্ব রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =