পুলিশকর্মীদের খেলাধূলার জন্য সময় বের করার পরামর্শ দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বুধবার ব্যারাকপুর লাটবাগান সেকেন্ড ব্যাটালিয়ন ময়দানে রাজ্য পুলিশের ৫৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে এসে রাজীব কুমার বলেন, চাকরি জীবনে পুলিশকর্মীরা খুব ব্যস্ততার মধ্যে থাকেন। খাওয়া-দাওয়া করার সময়ও থাকে না পুলিশকর্মীদের। তবুও শারীরিক ও মানসিক সুস্থতায় খেলাধূলারও গুরুত্ব অপরিসীম। তাই পুলিশ কর্মীদের খেলাধূলার জন্য সময় বের করতে হবে। এদিন ডিজি ছাড়াও হাজির ছিলেন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অতিরিক্ত মহা নির্দেশক সঞ্জয় সিং, রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর মহানির্দেশক অনুজ শর্মা, ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া-সহ অন্যান্য পুলিশ অধিকারিকরা।