ক্যাপিটল হিলে হিংসার প্ররোচনার অভিযোগ থেকে এখনও মুক্তি পাননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এই অভিযোগের বিচারপর্ব অব্যাহত থাকতে পারে বলেই জানাল আমেরিকার ‘ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া’র আদালত। এমন রায়ের ফলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আদৌ ট্রাম্প লড়তে পারবেন কিনা তা নিয়ে বিরাট সংশয় দেখা দিয়েছে।
ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য ছিল, প্রাক্তন প্রেসিডেন্টরা ফৌজদারি অভিযোগ থেকে সুরক্ষিত, যদি না তাঁদের ইমপিচ করে অফিস থেকে বহিষ্কৃত করে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। কিন্তু আদালত জানিয়ে দেয়, এই ধরনের সুরক্ষা ট্রাম্পকে দেওয়া যাবে না।
অভিযোগ, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্প-সমর্থকরা। সেই ঘটনার জের এখনও চলছে। বেশ কয়েকটি মার্কিন প্রদেশের ঘোষণা, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন ট্রাম্প।
এদিকে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জো বাইডেন বনাম ডোনাল্ড ট্রাম্পই হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।