বাজেটের দিন এবারও নজর কাড়ল নির্মলার শাড়ি

বাজেটের পর কর ছাড় কতটা মিলল, কোন জিনিসের দাম কমল কিংবা বাড়ল, তা নিয়ে আমজনতার নজর থাকবেই। তবে বাজেট পেশের আগে থেকেই অন্যান্যবারের মতো এবারও চর্চায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের শাড়ি।

বাজেট ঘিরে যেমন আশা-আকাক্ষ্মা রয়েছে, তেমনই আবার নজরে রয়েছে অর্থমন্ত্রীর শাড়ির দিকেও। প্রতি বছরই ফ্যাশন স্টেটমেন্ট হয়ে ওঠে নির্মলা সীতারামনের শাড়ি। এবারও তার ব্যতিক্রম হল না। লাল ছেড়ে এবার নীল রঙের শাড়িতে দেখা গেল অর্থমন্ত্রীকে। এবার নীল এবং ক্রিম রংয়ের কাঁথা স্টিচের শাড়ি বেছে নিয়েছেন মন্ত্রী।

তসরের উপর তুঁতের সঙ্গে সাদা সুতোর কাঁথা স্টিচের শাড়ি পরেছেন নির্মলা। সঙ্গে সুতোর কাজেরই মানানসই ব্লাউজ। গোটা শাড়ি জুড়ে লতাপাতা আঁকা রিভার্স কাঁথা স্টিচ। যা মন কেড়েছে সিংহভাগ শাড়িপ্রেমীর। মূলত বাংলার শান্তিনিকেতনের দিকে কাঁথা স্টিচের এই শাড়ি তৈরি হয়।

২০১৯ সালে প্রথমবার সংসদে বাজেট পেশ করেন নির্মলা সীতারমণ। সে বছর গাঢ় গোলাপি রঙের সঙ্গে সোনালি পাড়ের মঙ্গলগিরি সিল্ক পড়েছিলেন নির্মলা। তার পর থেকেই বাজেটের পাশাপাশি নির্মলার শাড়ি নিয়ে আলোচনা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =