নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে দুই তৃণমূল কাউন্সিলর। সিবিআইয়ের তলবে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দেন কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও বিধাননগরের মেয়র পারিষদ তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। সিবিআই সূত্রের দাবি, দুই কাউন্সিলরের অফিসে নিয়োগ সংক্রান্ত নথি মিলেছিল। সেই সূত্রে ধরেই এদিন তলব করা হয়েছে তাঁদের।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বর্তমানে জেলবন্দি তিনি। ধৃতদের তালিকায় রয়েছে একাধিক প্রভাবশালীর নাম। এদিকে দুর্নীতির শিকড়ে পৌঁছতে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের অংশ হিসেবেই গত নভেম্বরে দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় সিবিআই। তাঁর বাড়ি, অফিসের পাশাপাশি মেয়র পারিষদের স্ত্রী অদিতি মুন্সির ßুñলেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পর খালি হাতেই ফিরেছেন আধিকারিকরা। যদিও সূত্রের খবর, কাউন্সিলরের অফিসে টেটের প্রশ্নপত্র মিলেছিল। নভেম্বরের একই দিনে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতার পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতেও হানা দেয় সিবিআই। সেখান থেকেও নিয়োগ সংক্রান্ত নথি পেয়েছিল বলে দাবি সিবিআইয়ের। এদিন তাঁকেও ডাকা হয়েছিল। হাজিরা দিয়েছেন তিনিও।