দক্ষিণ-পশ্চিম চিনের ইউনান প্রদেশের ভয়াবহ ভূমিধসে প্রাণ হারালেন অন্ততপক্ষে ৪৭ জন। চিনের সময় অনুযায়ী সোমবার সকাল ৫.৫১ মিনিট নাগাদ ঝাওটং-এর টাংফাং শহরের লিয়াংশুই গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। প্রায় ১৮টি বাড়ির ৪৭ জন ভূমিধসের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। ১৮টি বাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ঘটনাস্থলে ২০০ জনের বেশি উদ্ধারকর্মী এবং কয়েক ডজন ফায়ার ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম সহকারে উদ্ধার অভিযান শুরু হয়েছে। অনেকেই নিখোঁজ বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে তাঁদের সন্ধান। প্রবল ঠান্ডার মধ্যে আচমকাই কেন এই ভূমিধস সে বিষয়ে কিছু জানা যায়নি।